এশিয়ান পোস্ট ডেস্কঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জার্মানি বিএনপি। রাজধানী বার্লিনে এ উপলক্ষ্যে সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আসা বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও অনেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সদ্য সাবেক সভাপতি আকুল মিয়া ও সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার। যুবদল নেতা আবু তাহেরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন জার্মানি প্রবাসী শিল্পী তাহমিনা ফেরদৌসি।
সভাপতির বক্তব্যে আকুল মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গঠনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন এক সফল রাষ্ট্রনায়ক। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জার্মান বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক নেতাকর্মীদের দলীয় কোন্দল ভুলে মিলেমিশে একটি সফল রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
সদ্য সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানান। বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার বলেন, দলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেকোনো আলোচনা করতে রাজি আছি, তবে কোনো বিশৃঙ্খলা অনুমোদন করা হবে না।
এছাড়াও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ফ্রাঙ্কফুর্ট থেকে আগত জার্মান বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা মিজানুর রহমান (ফিরোজ)। এ ছাড়া বক্তব্য দেন জার্মান বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী, বিএনপি নেতা মাশরুল আলম বাবলী, আনহার মিয়া, সাইফুল ইসলামসহ অন্য নেতারা।
সভায় উপস্থিত ছিলেন যুবদল কর্মী রুহেল আহমেদ, রেদওয়ান আহমদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতারা। এছাড়াও মো. মাহবুবুর রহমান কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন রিয়াজ শরিফ (সদ্য সাবেক সভাপতি, মিউনিখ), আব্দুল হোসাইন (সদ্য সাবেক সাধারণ সম্পাদক, মিউনিখ), গোলাম মাহবুব (সদ্য সাবেক সভাপতি, এনআরভি), আমজাদ আলী (সদ্য সাবেক সাধারণ সম্পাদক, এনআরভি), তরিকুল ইসলাম মুক্তি (সদ্য সাবেক সভাপতি, বাডেনবুর্টেমবার্গ), মো. খোরশেদ আলম (সদ্য সাবেক সাধারণ সম্পাদক, বাডেনবুর্টেমবার্গ), মো. নজরুল ইসলাম (সদ্য সাবেক সভাপতি, হেসেন) ও রুবেল খান (সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ফ্রাঙ্কফুর্ট)। আলোচনা শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
এশিয়ানপোস্ট/আরজে