নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর স্বদেশ গমণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
***********************************************************************
বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’র আয়োজনে নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে কাজ করার লক্ষে স্বদেশ গমণ উপলক্ষে গত ৩রা জানুয়রি ২০২৬ প্যাটারসনস্থ বিএনপির স্থায়ী কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছেন, সভায় সৈয়দ জুবায়ের আলীর বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি ষ্টেট বিএনপির প্রধান উপদেষ্ঠা আলাউর খন্দকার, সভাপরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু। সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওত করেন নিউজার্সি বিএনপির সহ সভাপতি মোহাম্মদ খলিল, মো্নাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী, বক্তব্য রাখেন , নিউজার্সি ষ্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, জাতীয় পার্টি (জাফর) নেতা ফজলে মওলা চৌধুরী ফোয়াদ, নিউজার্সি ষ্টেটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ষ্টেট বিএনপির প্রচার সম্পাদক রিহাদুল হাসান রুহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফরিদ পাঠান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রহমত হোসেন রকিব, সভায় সভাপতি সৈয়দ জুবায়ের আলী তার বাংলাদেশে অবস্থান কালীন সময়ে সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গো্লাম মোস্তফা চৌধুরী নিপনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়ীত্ব অর্পণ করেন ।