সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সি কার্যকরী কমিটির আলমগীর হোসাইন খান সভাপতি এবং আমির উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত।
গত রবিবার সন্ধ্যা ৭ টায় দেশীবাজার সুপার মার্কেট ও রেষ্টুরেন্ট হল রুমে সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির আহবায়ক সাবেক কমিশনার আহেয়া খানের সভাপতিত্বে সভায় শতাধিক সাধারন সদস্য উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল ম্যান মোহাম্মদ আকতারুজ্জান, বর্তমান কাউন্সিল ম্যান এটলার্জ ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিল ম্যান গিলম্যান চৌধুরী , কমিশনার মোসলেহ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সুজন আহমেদ সাজু উপদেষ্টা খলিলুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুয়েল আহমেদ, ছিলেন।
সভায় প্রবাসী সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির সদস্যরা ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ ভাবে কমিউনিটির কাজ করতে চায়। কার্যকরী কমিটির সভায় যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর হোসাইন খান কে সভাপতি সদস্য সচিব আমির উদ্দিন কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন সভাপতি আলমগীর হোসাইন খান এবং সাধারণ সম্পাদক আমির উদ্দিন সাধারন সভায় নতুন সদস্য সংগ্রহ করা এবং ২০২৫ ~২০২৭ দুই বছর মেয়াদের কমিটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চান। সভা শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরন করা হয়।