তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র।।
চিকিৎসা বিঙানে অসাধারণ সাফল্যের প্রতিভা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন নারী হলেন, বাংলাদেশের গর্ব ডক্টর জাকিয়া জাহান। আর এমন কৃতিত্বের উপহার হিসেবে তিনি মানব জাতির সেবা প্রদানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থান করছেন।
জানা গেছে, জাকিয়া জাহান মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ-এ একজন (মহামারি) বিশেষজ্ঞ হিসেবে গত ৩০ জুন সোমবার যোগদান করেছেন। যা এখন টক অব দ্যা যুক্তরাষ্ট্রে পরিনত।
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডক্টর জাহান মাতৃ-শিশু, জন-প্রজনন স্বাস্থ্য, রোগ নির্ণয় সহ স্বাস্থ্য সমতায় তার অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন। সূত্র মতে, ডক্টর জাকিয়া প্রথমে বাংলাদেশের সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আমেরিকার দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক হেলথেও উচ্চতর ডিগ্রী নেন। সেই সাথে রিপ্রোডাকটিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট থেকেও ফেলোশিপ অর্জন করে এখানকার প্রবাসী বাংলাদেশী সহ ভিনদেশীয়দের মাঝে নিজের কৃতিত্বের প্রশংসায় ভাসতে থাকেন।
তার আগে জাকিয়া জাহান তার পেশাগত জীবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে যোগদান করেছিলেন।তখন তিনি বাংলাদেশের সংক্রামক রোগ নজরদারি ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে অসাধারণ ভূমিকা রাখেন। এছাড়া বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ,সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বিডি ইনক, যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য সচেতনতা, কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং সহ কর্মসংস্থানমুখী পরামর্শ কার্যক্রমে টীম লিডার হিসেবে কাজ করেন। সবচেয়ে লক্ষ্যণীয় দিক হলো, জাকিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের হরমোন-ভিত্তিক স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রমেও বেশ সক্রিয় থেকে অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
ফলে জাকিয়া এখন সিলেট তথা গোটা বাংলাদেশ শুধু নন, পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকা সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশী প্রবাসীদের গর্ব। জাকিয়া ও তার স্বামী মন্জুর চৌধুরী দু’জন-ই সিলেট বিভাগের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং একই মনোভাব নিয়ে মানবসেবায় ব্রত রয়েছেন। স্ত্রী জাকিয়ার সাথে আমেরিকার ভার্জেনিয়ায় এখন অবস্থান করছেন তার স্বামী।
প্রবাসীদের প্রত্যাশা, ডক্টর জাকিয়া হাসান যেন তার চিকিৎসা ক্ষেত্রে আরো বড় ধরনের সাফল্য অর্জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সকল মানুষের সেবায় ব্রত হয়ে পৃথিবী জুড়ে এক অনন্য ইতিহাস তৈরী করে বাংলাদেশের মুখ উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর করেন।
এশিয়ান পোস্ট/ আরজে