এশিয়ান পোস্ট ডেস্কঃ
বিশ্বের অনিন্দ্য সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডের আন্তর্জাতিক জ্যারমাট আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে অংশ নিয়েছেন ক্রীড়াবিদ শিব শংকর পাল। শনিবার (৫ জুলাই) দেশটির বিখ্যাত আল্পস পর্বতের উপরে ম্যারাথনটি গরনারগ্রাটের সেন্ট নিকলাস গির্জা থেকে শুরু হয়ে বেশ কয়েকটি পর্বত ও সমতল পথ পাড়ি দিয়ে রিফেলবার্গে এসে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত ৪৯.৫ কিলোমিটার দৈর্ঘ্যের পাহাড়ি উঁচু-নিচু ট্র্যাকটি পাড়ি দিতে বেশ বেগ পেতে হয় ম্যারাথনে অংশ নেওয়া সবাইকে। দেশের পতাকা হাতে নিয়ে দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেন ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম
নেওয়া শিব শংকর পাল।
এসময় তার স্ত্রী শিখা শংকর পাল ও পরিবারের সদস্যসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। বরাবরের মতো দেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে দৌড়ানো ভীষণ আনন্দের বলেন শিব শংকর পাল। তার ইচ্ছে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের দূরপাল্লার ম্যারাথনের আয়োজন হোক। যেখানে অংশ নেবে সারা পৃথিবীর হাজারো দৌড়বিদ। এমনটি হলে বিশ্বের কাছে শুধু বাংলাদেশের নামই উজ্জ্বল হবে না, সারা দেশ থেকে বের হয়ে আসবে সম্ভাবনাময় অসংখ্য দৌড়বিদ।
শিব শংকর পাল জানান, এটি তার ১৩৪তম আন্তর্জাতিক ম্যারাথন। আশা বাংলাদেশের পতাকা হাতে ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক অর্জন করা।
এশিয়ান পোস্ট/আরজে