জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিউইয়র্ক স্টেট শাখার কর্মী সভা গত ৯ মার্চ শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে সংগঠনের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় (ভার্চ্যুয়ালি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জননেতা এস এম জিলানী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারন সম্পাদক রাজীব আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, মঞ্চে আরো উপস্থিত ছিলেন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো খোরশেদ আলম ও কেন্দ্রীয় সদস্য নুর আলম, বক্তব্য রেখেছেন হারুন মিয়া, বাদল মির্জা, বাশেদ রহমান, শরিফ হোসাইন, জহির খান, নাজমুল হোসাইন, আলমগীর চৌধুরী, আনোয়ার হোসেন টিপু, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শফি উল্লাহ প্রমুখ সহ অসংখ্য নেতা কর্মী ।