সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে
নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (BASJ) উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুড ব্যাংক কার্যক্রম। স্থানীয় সময় ২৬ জুন, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ (ঠিকানা: ২৭০৯ ফেয়ারমাউণ্ট এভিনিউ) চলে এই আয়োজন।
ফুড ব্যাংকে উপস্থিত মানুষদের মাঝে ডিম, দুধ, মাংস, টিনজাত খাবার, তাজা শাকসবজি ও ফলমূলসহ নানা ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন জাতিগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন এবং উপকৃত হন।
এই মহতী উদ্যোগে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি’। খাদ্য মূল্যবৃদ্ধির এই সময়ে কার্যক্রমটি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। কমিউনিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএএসজে নিয়মিতভাবে এমন উদ্যোগ নিয়ে আসছে। প্রতি মাসে চারবার আয়োজন করা হয় এই ফুড ব্যাংক।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তাদের মতে, প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।