নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে মেয়র প্যানেল থেকে কাউন্সিলর অ্যাট লার্জ পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সোহেল আহমেদ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।
মঙ্গলবার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল জানার পর স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে সোহেল আহমেদকে শুভেচ্ছা জানান কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক কাউন্টির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ খান, বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল বাড়ৈসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সোহেল আহমেদ তার বক্তব্যে নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিসহ আটলান্টিক সিটির সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,“এই বিজয় আমার একার নয়—পুরো কমিউনিটির বিজয়। ইনশাআল্লাহ চূড়ান্ত নির্বাচনে জয়ী হয়ে প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে কাজ করে যাব।”
কমিউনিটির অভিজ্ঞ নেতৃবৃন্দ মনে করছেন, চূড়ান্ত নির্বাচনে সোহেল আহমেদ বিজয়ী হলে তা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।