এশিয়ান পোস্ট ডেস্কঃ
গত ১২ জুন ২০২৫, নিউজার্সির মন্টক্লেয়ার পাবলিক লাইব্রেরির হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লেখিকা প্রিয়াংকা তাসনিমের দ্বিতীয় বই “Always be my Bibi”-এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রিয়াংকা তাসনিম কেনেডি হাইস্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা এবং বিশিষ্ট কমিউনিটি সদস্য সেলিম চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। অনুষ্ঠানে নিউ জার্সি ও আশেপাশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ, কবি-সাহিত্যিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা প্রিয়াংকা তাসনিমের সাহিত্যিক অবদানকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। বইটিতে প্রবাসী জীবনের প্রেম, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধকে গল্পের ছলে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও তার প্রথম উপন্যাস “The Love Match” প্রকাশের পর বইটি বাংলাদেশি কমিউনিটি ও পাঠকপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
নতুন প্রকাশিত “Always be my Bibi” বইটি শিগগিরই Barnes & Noble, Amazon এবং অন্যান্য বইয়ের দোকানে পাওয়া যাবে। কমিউনিটিতে প্রিয়াংকার সাফল্যকে ঘিরে গর্ব ও শুভকামনা জানানো হচ্ছে সর্বত্র।*