১৭ই মার্চ ২০২৪ ইং মোতাবেক ৭ই রমজান, ১৪৪৫ হিজরী রোজ রবিবার ভাদেশ্বর ওয়েলফেয়ার অর্গেনাইজেশন অব নিউজার্সী ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩৪০ টটোয়া এভিনিউ, নিউ জার্সির পেটারসনসিটির মসজিদ আদম এ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
সিটি অফ প্যাটারসনের মেয়র Andre Sayegh,সিটি অফ প্রসপেক্ট পার্ক এর মেয়র Mohamed T. Khairullah, কাউন্সিল এট লার্জ Md Forid uddin,কাউনিলমেন
শাহিন খালিক,Council Candidate Musleh Uddin,Council Candidate Aheya Khan প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ভাদেশ্বর ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে জনাব আব্দুর রহিম, কাজী শামসুল ইসলাম হারু, জনাব তাজ উদ্দিন। ইফতার মাহফিলে অতিথিদের সম্মানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি জনাব আনছার আহমদ ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুস সালাম। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সহ দোয়া করেন মসজিদ আদম এর ইমাম ও পরিচালনা করেন জনাব ফারুক আহম্মেদ।অর্গেনাইজেশনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সর্বজনাব আব্দুর রকিব চুনু, মইজ উদ্দিন মজু, মোহাম্মদ বদরুল আলম, মোমেনুর রহমান, টুনু মিয়া, মাসুদ আহমদ, আব্দুল মতিন, শামিম আহমদ, নাজমুল হুসেন জালাল প্রমুখ। এ ছাড়া স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সর্বাত্নক সহযোগিতা করেন মসজিদ আদম পরিচালনা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক বৃন্দ।