এশিয়ান পোস্ট ডেস্কঃ
সংযুক্ত আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির সিইও মোহাম্মদ মাহতাবুর রহমান নাছিরকে মর্যাদাপূর্ণ অষ্টম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড বছরের সেরা সুগন্ধি পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রোববার (১৮ মে) দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে আমিরাতের প্রভাবশালী মন্ত্রী ও রাজ পরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান এ পুরস্কার তার হাতে তুলে দেন।
বছরের সেরা সুগন্ধি হিসেবে আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির সিইওকে এ পুরস্কার দেন সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান।
এশিয়ান পোস্ট/আরজে