এশিয়ান পোস্ট ডেস্কঃ
বার্সেলোনার অন্যতম বৃহৎ ও প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন “অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া” (মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠন) এর ৮ম মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রোববার (১১ মে) স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক শফিক খানের সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মোট ১৮১ জন সদস্য স্থান পেয়েছেন। নেতৃত্বে রয়েছেন, সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাফার হোসাইন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি শফিক খান ও সোহেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটি সবার ঐক্য ও সহযোগিতায় এগিয়ে যাবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি কার্যকর ভূমিকা রাখবে।
এশিয়ান পোস্ট/আরজে