আমেরিকায় বসবাসরত বাংলাদেশী নারায়ণগঞ্জবাসীদের সংগঠন হৃদয়ে নারায়ণগঞ্জ ইন্ক। গত তিন বছর ধরে বাংলাদেশের কৃষ্টি-কালচার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করে চলেছে। গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে তৈরিকৃত প্রায় ১০০ র অধিক প্রজাতির পিঠা নিয়ে গুলশান টেরেস এ এই উৎসবের আয়োজন করেছে হৃদয়ে নারায়ণগঞ্জ সংগঠন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্ম বাংলাদেশের কোন ঋতুতে কি ধরনের আয়োজন চলে সে বিষয়ে সরাসরি জ্ঞান অর্জন করতে পারবেন বলে বিশ্বাস আয়োজকদের। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল নাজমুল হুদা । এবং বিশেষ অতিথি এটর্নি মঈন চৌধুরী। আবু তাহের সিও টাইম টেলিভিশন এবং বাংলা পত্রিকা। এছাড়া উপস্থিত ছিলেন হৃদয়ে নারায়ণগঞ্জ ইন্ক সভাপতি রফিকুল ইসলাম । সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ । চিফ কর্ডিনেটর মোঃ আনোয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া।