খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) তাদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজারে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কর্মী সম্মেলনের মাধ্যমে পালন করেছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যের জয় অনিবার্য। তারা পাহাড়ে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার লক্ষ্যে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য সুপ্রতিষ্ঠিত করতে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার তাগিদ দেন।
এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শ্যামল মিত্র চাকমা ও সাধারণ সম্পাদক মিটন চাকমাসহ সংগঠনটির তিন পার্বত্য জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য অঞ্চলের শান্তি, স্বচ্ছলতা ও উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। জুম্ম জাতির অধিকার ও স্বায়ত্তশাসনের সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করার প্রতি জোর দেওয়া হয়।
এই কর্মসূচি পার্বত্য অঞ্চলের ভবিষ্যত উন্নয়ন ও শান্তির জন্য নতুন আশা জাগিয়েছে এবং পার্বত্য জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
এশিয়ানপোস্ট / এফআরজে