এশিয়ান পোস্ট ডেস্কঃ
ষড়ঋতুর বৈচিত্র্য আর বাংলার সংস্কৃতিকে উপজীব্য করে নৃত্যশিল্পী অদিতি গুপ্তের মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান ‘কালার অব সিক্স সিজন’ অনুষ্ঠিত হয়েছে। জার্মানির রাজধানী বার্লিনের মিটেতে হাউজ ডেয়ার ইউগেন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কুলটুর ফোরাম।
বাংলাদেশের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—এই ছয় ঋতুর রঙ, রূপ, সৌন্দর্য ও আবেগকে নৃত্যনৈপুণ্যে জীবন্ত করে তোলেন ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী ও প্রখ্যাত সাংবাদিক সন্তোষ গুপ্তের কন্যা অদিতি গুপ্ত। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে পুতুল। অনুষ্ঠানে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ও ঋতুবন্দনা, ভরতনাট্যম, মনিপুরী ও শাস্ত্রীয় নৃত্যের ঝলক।
প্রবাসী শিল্পপ্রেমীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। নৃত্যানুষ্ঠান শেষে অদিতি গুপ্ত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিদেশের মাটিতে বাংলার ঋতু, শিল্প ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরতে পেরে আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে দর্শকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে সহায়তা করবে, একইসঙ্গে আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে ভূমিকা রাখবে।
এশিয়ান পোস্ট/আরজে