সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে
প্রবাসে থাকলেও উৎসবপ্রেমী বাংলাদেশিরা দেশীয় সংস্কৃতি আর মিলনমেলায় কখনোই পিছিয়ে নেই-তারই প্রমাণ মিললো বরিশাল সোসাইটি অব নিউ জার্সির আয়োজনে অনুষ্ঠিত বনভোজনে। গত ২৫ জুন, বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের স্টেল মেনর পার্কে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজনে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উচ্ছ্বাসময়।
গ্রীষ্মের সূচনা উপলক্ষে আয়োজিত এই বনভোজনে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অংশগ্রহণকারীরা আবেগতাড়িত হয়ে পড়েন—মেতে ওঠেন পুরোনো দিনের স্মৃতিচারণ, আনন্দ ও হাস্যরসের আড্ডায়। প্রবাসে হলেও এদিন যেন তারা ফিরে গিয়েছিলেন নিজ নিজ শিকড়ের কাছে, বাংলাদেশি সংস্কৃতির ঐতিহ্যবাহী আমেজে।
দিনের শুরুতেই পরিবেশনা করা হয় হালকা নাস্তা। পরে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশিত হয় মধ্যাহ্নভোজের হরেক রকম মুখরোচক বাঙালি খাবার—যা ছিল নিজ নিজ রন্ধনশিল্পের সেরা উপস্থাপন। খাবারের পরপরই শুরু হয় নানা আয়োজনে ভরপুর আনন্দঘন পর্ব।
শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষ সকল বয়সী অংশগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ারের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর পাশাপাশি ছিল বাচ্চাদের চিত্রাঙ্কন ও মজার প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর উৎসাহে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।
বিকেলের দিকে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় প্রবাসী শিল্পী আসিফ আনোয়ার, জয়ন্ত সিনহা ও সুহেল। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা নেচে গেয়ে অনুষ্ঠানে প্রাণের জোয়ার তোলেন। এই অংশটিকে ঘিরেই তৈরি হয় আনন্দের চূড়ান্ত রূপ।
দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল সোসাইটি অব নিউ জার্সির কর্মকর্তারা। আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ—কামাল হোসেন, কাজল বাড়ৈ, হুমায়ুন, বাবু, জাহিদ, সামু, চৈতীসহ আরও অনেকে।
বনভোজনের শেষ পর্বে ছিল প্রতীক্ষিত ‘র্যাফেল ড্র’। আকর্ষণীয় পুরস্কারের সমাহারে এই পর্ব ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বিজয়ীদের নাম ঘোষণা করা মাত্রই অনুষ্ঠানে দেখা যায় আনন্দের ঝলক।
এই বনভোজন শুধু একটি আনন্দানুষ্ঠান নয়-প্রবাসে বসে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের শক্তি কতটা গভীর তা আবারও প্রমাণ করলো বরিশাল সোসাইটি অব নিউ জার্সির প্রাণবন্ত এই আয়োজন।