যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের বৃহৎ সংগঠন গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক | ২৫ বছরে পুরনো এই সংগঠনটির ২০২৪ এ নির্বাচনে গাজী আশরাফুজ্জামান জুয়েল এবং মোহাম্মদ ইশরাক মোল্লা বাবু এর প্যানেলের ৩৭ জন নির্বাচিত হয়। গত পহেলা জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় বিজয়ী কমিটির বর্ণাঢ্য অভিষেক ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের গুলশান টেরেস পার্টি হলে | দুই বছরের জন্য দায়িত্বভার গ্রহন করবেন এই কমিটি। বিপুলসংখ্যক গাজীপুরবাসীর মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের স্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মোঃ নাজমুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মইন চৌধুরী সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গাজীপুরবাসী যে দায়িত্ব এ নতুন কমিটির উপরে দিয়েছে সেটি তারা সততা এবং নিষ্ঠার সাথে পালন করবেন সাথে সাথে শুধু গাজীপুর বাসীর প্রতিনিধিত্ব নয় পুরো বাংলাদেশ সোসাইটি হয়ে যেন এই কমিটি কাজ করে এমনটাই দাবি করেন। কারণ হিসেবে প্রধান অতিথি আরো বলেন এখানে সবাই বাংলাদেশি এটাই যেন হয় তার প্রথম আইডেন্টিটি। অনুষ্ঠানের শেষে দিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।