অনলাইন ডেস্কঃ
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রোববার (৪ জানুয়ারি) সকালে ঘটে।
স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, গ্রিন সিটি আবাসিক ৮ নম্বর ভবনের ৩য় তলার ৩১ নম্বর কক্ষে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০) নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তার রুমমেট ফ্রোলিওভ। ফ্রোলিওভ নিজেও রাশিয়া থেকে ছুটি কাটিয়ে ফেরেন এবং ঘরে ঢুকে এই দৃশ্য দেখেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কোম্পানির কর্তৃপক্ষকে জানান।
খবর পাওয়ার পর কোম্পানির সিকিউরিটি টিম, একজন রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকসিমের মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানিকে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি এরপর রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় প্রেরণের ব্যবস্থা করবে।
ঘটনার সময় কোম্পানির সিকিউরিটি টিম এবং স্থানীয় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে কোনো অভিযোগ বা অনিয়ম পাওয়া যায়নি। তবে পুলিশের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে।
এই ঘটনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব আবারও সামনে এনেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ নজর দেওয়া হবে।
রাশিয়ান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলো এই ধরনের ঘটনায় সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।