নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল গত ২৫ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার আয়োজন
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, সহ-সভাপতি রেহানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের, কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন হেলাল, কার্যকরী সদস্য টিপু সুলতান প্রমুখ
সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হুসেন আহমেদ ইফতার মাহফিলে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানান।