নিউজার্সি, যুক্তরাষ্ট্র:
নিউ জার্সির প্যারামাস সিটির বেনসন পার্কে ২৯ জুন (শনিবার) অনুষ্ঠিত হলো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সির আয়োজিত ২০২৫ সালের বনভোজন ও মিলনমেলা। প্রায় সাত শতাধিক প্রবাসী মৌলভীবাজারবাসীর অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।
অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের সঞ্চালনায় বনভোজনের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের প্রধান সৈয়দ জুবায়ের আলী। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সকালের নাশতা ও দুপুরের খাবারের পাশাপাশি আয়োজন ছিল ছেলে-মেয়ে, নারী-পুরুষদের জন্য খেলাধুলা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। ক্লাস ২০২৫-এর হাইস্কুল, কলেজ ও মিডল স্কুল গ্র্যাজুয়েট ৫০ জন কৃতী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা অভিভাবকদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্যাটারসন সিটির কাউন্সিল এট-লার্জ ফরিদ উদ্দিন, কাউন্সিলম্যান শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান ও অ্যাসোসিয়েশনের ট্রাস্টি মো. আবুল হোসেন সুরমান, কাউন্সিলম্যান মো. আখতারুজ্জামান, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, সাবেক সভাপতি শাহ গিয়াস উদ্দিন, সেলিম চৌধুরী ও আব্দুল মুক্তাদির তোফায়েল, আবু সুফিয়ান তালুকদার, মো. ইউনুস, শামিম কুরেশী, শহীদুল ইসলাম, অধ্যাপক এজিএম নিপন চৌধুরী, আলতাফ হোসেন আসুক, সৈয়দ শওকত আলীসহ আরও অনেকে।
কমিউনিটি অ্যাক্টিভিস্টদের মধ্যে ছিলেন-আব্দুস সালাম, আজমিল আলী, হোসেন পাঠান বাচ্চু, শামিম আহমেদ, আব্দুর ছুন্নু, রাজাউল করিম, ববি চৌধুরী, এনাম চৌধুরী, তাজ উদ্দিন, আহাইয়া খান, মোসলেহ উদ্দিন, বাবু বিশ্বজিত মিয়া, মো. আফজল ও শেখ হাসান আলী।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় ভূমিকা রাখেন সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, আব্দুল হান্নান, মো. মাসুদ, মিটু মিয়া, মো. আলম; কোষাধ্যক্ষ আশফাক তরপদার সুমন; সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান বুলবুল; দপ্তর সম্পাদক আক্তার হোসেন নুমান; সাহিত্য সম্পাদক জাকারিয়া খান; সমাজকল্যাণ সম্পাদক মো. হক সুহেল; মহিলা সম্পাদক সেলিনা আরা বেগম ও অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা। বর্ণাঢ্য এই আয়োজন প্রবাসে থাকা মৌলভীবাজারবাসীর মাঝে মিলন ও সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে রইল।