আটলান্টিক সিটি, নিউ জার্সি: যুক্তরাষ্ট্র | সুব্রত চৌধুরী
নিউ ইয়র্ক মেডিকেল কলেজ ও সেন্ট ক্লেয়ার্স হেলথ-এর অধীনে ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি সফলভাবে সম্পন্ন করেছেন আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. তৌফিক ইমতিয়াজ। ২০২২ সালে শুরু হওয়া তিন বছরের দীর্ঘ এই প্রশিক্ষণ শেষ করে তিনি তাঁর পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করলেন।
এই উপলক্ষে সম্প্রতি নিউ জার্সির বিখ্যাত দ্য ভেনিশিয়ান ভেন্যুতে এক জমকালো গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী, প্রশিক্ষক ও পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে ডা. ইমতিয়াজকে প্রশিক্ষণকালীন অসাধারণ নেতৃত্ব ও চিকিৎসা দক্ষতার স্বীকৃতিস্বরূপ চিফ রেসিডেন্ট (২০২৪–২৫) মনোনয়ন এবং সম্মাননা প্রদান করা হয়।
গ্র্যাজুয়েশনের পর ডা. ইমতিয়াজ নিউ ইয়র্ক মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বিভাগের ফ্যাকাল্টি হিসেবে যোগ দিয়েছেন। সেখানে তিনি নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ ও পরামর্শদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ডা. তৌফিক ইমতিয়াজ বাংলাদেশের প্রাক্তন কাস্টমস কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ এবং মিসেস কুমরুন নাহারের পুত্র। তিনি অ্যাটলান্টিক সিটির মারকেন্টাইল ডিরেক্টর ও সাউথ জার্সি বাংলাদেশি কমিউনিটির সভাপতি, জনাব জহিরুল ইসলাম বাবুলের শ্যালক।
নিজ শেকড়ের প্রতি শ্রদ্ধাশীল ডা. ইমতিয়াজ ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি বাংলাদেশের প্রবাসী কমিউনিটির উন্নয়নে কাজ করতে আগ্রহী। বিশেষ করে, চিকিৎসা পেশায় আগ্রহী তরুণ বাংলাদেশি-আমেরিকানদের জন্য তিনি পরামর্শ ও দিকনির্দেশনার একটি নির্ভরযোগ্য সূত্র হতে চান।
ডা. তৌফিক ইমতিয়াজের এই অর্জন শুধু তার নিজের নয়, বরং এটি বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।