আমেরিকার প্যাটারসন শহরের জালালাবাদ মসজিদে* অনুষ্ঠিত হলো সিলেটের ঘাগুয়া দক্ষিণ মহল্লার সন্তান ও কমিউনিটির প্রিয় মুখ, *মরহুম মোহাম্মদ ফখরুল ইসলাম* (ইসবর আলী)-এর জানাযার নামাজ।
তিনি ছিলেন মরহুম হাজী ফরমান আলী সাহেবের পুত্র এবং দীর্ঘদিন ধরে নিউ জার্সিতে বসবাসরত এক সম্মানিত প্রবাসী।
গতকাল তিনি আমেরিকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাধিক বছর দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
জানাযায় বিপুল মানুষের উপস্থিতি*
জানাযার নামাজে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। জালালাবাদ মসজিদের ইমাম এশার নামাজের পর জানাযা পরিচালনা করেন এবং মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
ফখরুল ইসলাম ছিলেন সবসময় হাস্যোজ্জ্বল, সহযোগিতাপরায়ণ এবং কমিউনিটির একজন শ্রদ্ধাভাজন সদস্য। তাঁর মৃত্যুতে কমিউনিটির প্রতিটি স্তরে শোকের ছায়া নেমে আসে।
দাফনের সময় ও স্থান*
*তারিখ:* মঙ্গলবার, ১০ জুন ২০২৫
*সময়:* সকাল ১১:০০টা
*স্থান:* টটোয়া কবরস্থান, নিউ জার্সি