তুহিন চৌধুরী,যুক্তরাষ্ট্র।।
‘আল্লাহ-তায়লা স্বয়ং বলেছেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’। অথচ এই দুনিয়াতে আমরা অনেকেই তা অনুসরন করি না। কথায় আছে,ইচ্ছে থাকলে সব কিছু করা সম্ভব। ইসলামের এমন নির্দেশনা যুগে যুগে মুসলমানরা বুকে ধারণ করলেও আমাদের প্রিয় স্বদেশে আদৌ কতটুকু আমরা মেনে চলি। অথচ মানব কল্যাণ ও সমাজ রাষ্ট্র তথা নিজ গৃহ বা কর্মস্থলে মুসলিম প্রবাসীরা ইসলামের এমন নির্দেশনা বাস্তবায়ন ও তা ভিনদেশীয়দের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক ব্যতিক্রমী কর্মসূচী হাতে নিল।এরই অংশ হিসেবে ‘কমিউনিটি ক্লিনাপ ডে’ নামে একটি ব্যতিক্রমী প্রতিপাদ্য বিষয় নিয়ে মিশিগানে জনপ্রিয় ইসলামিক কালচারাল সংগঠন ‘ইহদিনা’র আজ রবিবার এমন মিশিগানের বসবাসরত প্রবাসীদের নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুল মোকারম মসজিদ সহ বিভিন্ন সিটি এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন ইহদিনা কতৃপক্ষ।
জুহুরের নামাজ ও শুকরানা আদায়, ব্যানার-ফেষ্টুন পরিচ্ছন্ন সরম্জমাদি হাতে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর প্রথম ধাপে ওই কর্মসূচী আনুষ্ঠানিক শুরু হয় দুপুর ২টায়।
ইদিনা’র অন্যতম কর্ণধার ও বায়তুল মোকরমের পেশ ইমাম আবুল কাশেম জানান, শুরুতেই হেমট্রামিক সিটি এলাকাস্থ বায়তুল মোকারম মসজিদের নামাজের স্থান ওজু খানা,বাহিরের অংশ সহ বিভিন্ন পর্যায়ে সফল ভাবে পরিস্কার ও ধৌত কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরবর্তীতে ইহদিনা কতৃপক্ষ সকল পরিচ্ছন্ন কর্মী প্রবাসী ভাইদের নিয়ে ডেট্রয়েট সিটিস্থ মিশিগানের অন্যতম পুরনো দ্বীনি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল উলুম ডেট্রয়েট’এর
একটি বিশেষ স্থান পরিচ্ছন্ন করা হয়। দীর্ঘদিন যাবত এলাকাটি নানান কারনে নোংরা পরিবেশ ছিল ভরপুর।এসব যেন কারো চৌখে-ই পড়ছিল না। অথচ মার্কিন নাগরিক সহ সকল দেশীয় মানুষ প্রতিদিন এমন নোংরা পরিবেশ দিয়ে বসবাস,চলাফেরা করছিল। যা ছিল অত্যন্ত দৃষ্টিকটুর। ইহদিনা সেখানে উপস্থিত হয়েই দীর্ঘদিন ধরে স্তুপকৃত আগাছা, প্লাস্টিক সামগ্রী,ব্যাগ,গাছ-গাছালী পরিস্কার করেন।শক্ত হাতে
একটি পার্কিং লট এমনকি আশেপাশের কয়েকটি স্থানও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এতে করে স্থানটি একটি সুন্দর পরিবেশে রূপ ধারণ করে।আমেরিকার মূল সহ ভিন দেশীয় আরো নাগরিকা অবাক হয়ে তা অবলোকন করেন এবং প্রশংসায় হাততালি দিয়ে উৎসাহও যোগান।বাংলাদেশীদের এমন ব্যতিক্রমী তৎপরতা প্রশংসায় ভাসছে ইহদিনা।
তার আগে ওই কর্মসূচী শুরু হয় হ্যামট্রামিক সিটিস্থ জেইন ফিল্ড পার্কে থেকে।
এসময় এমন দৃষ্টি নন্দন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রবাসী যুবকদের নামাজ আদায়ে উদ্ভুদ্ধ করা,সকল ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও প্রজেটিভ সংস্কৃতির দাওয়াত দেন ইহদিনা কতৃপক্ষ।
এদিকে রাত ৮টার দিকে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা শেষে জেইন ফিল্ড পার্কে আসরের নামাজ আদায় বক্তব্য প্রদান ও দোয়া কল্পে সকলেই বাড়ী ফিরে যান। এমন কর্মসূচী সত্যি স্বদেশের ভূমি ও বিভিন্ন দেশের বাংলাদেশী নাগরিক তথা সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বটে।
এসময় ইহদিনা’র পক্ষ থেকে মাওলানা শেখ আহমেদ কাশেম, মুফতি রিয়াদুল হুদা, মাওলানা শাকের আহমদ অংশ নেয়া সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এছাড়াও এমন আয়োজনর প্রশংসা করেন মসজিদ বায়তুল মোকাররাম,দারুল উলুম ডেট্রয়েটের দায়িত্বশীলগণ ও ইহদিনা’র পঞ্চাশের অধিক সদস্য।
বিদেশের মাটিতে বাংলাদেশীদের এমন কর্মসূচী পালন করাকে ভিনদেশীয়রাও ইসলামকে নিয়ে আলোচনায় লিপ্ত হন।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।
বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।
আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।
এশিয়ান পোস্ট/আরজে