আগামী মে ২০২৪ এ অনুষ্ঠিতব্য প্যাটারসন ২নং ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে পদপ্রার্থী আহায়া খানের নির্বাচনী ক্যাম্পেইন কিক অফ অনুষ্ঠান স্থানীয় প্যাটারসন ফায়ারম্যান হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আহায়া খানের সমর্থনে স্থানীয় বাংলাদেশী ভাই বোন ছাড়াও অন্যান্য কমিউনিটির উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। প্যাটারসন সিটির সাবেক মেয়র জয়ে টরেস তার সহধর্মিণী সোনিয়া টরেস কে সাথে নিয়ে আহায়া খান কে সমর্থন ব্যাক্ত করেন।
এছাড়াও কমিশনার আর্নেস্ট রাকার , কাউন্সিল ম্যান আনন্দ শাহ এবং অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ সমর্থন ব্যাক্ত করেন।
শুক্রবার রাতে সভায় স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরুব্বি গন সহ কমিউনিটির পরিচিত নেতৃবৃন্দ এবং তরুণ প্রজন্মের অনেকেই উপস্থিত ছিলেন । তেপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজমল আলী , সাবেক কাউন্সিল ম্যান আকতারুজ্জামান ,কাউন্সিল ম্যান এর্টলাজ ফরিদ উদ্দিন সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ আহায়া খানের প্রতি সমর্থন ব্যাক্ত করে বক্তব্য রাখেন।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী মে মাসে কাউন্সিল নির্বাচনে জনাব আহায়া খান কে সর্বাত্মক চেষ্টা ও ঐক্যবদ্ধ ভাবে পরিশ্রম করে জয়ী করার জোর দাবি জানান।
সভায় কাউন্সিল পদপ্রার্থী আহায়া খান কমিউনিটির উন্নয়নে এবং প্যাটারসন ২নং ওয়ার্ড কে একটি সেরা মডেল ওর্য়াডে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। তিনি বলেন, আপনাদের পরামর্শে নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন।
উপস্থিত কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ জনাব আহায়া খানকে জয়ী করার সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। নৈশভোজ পরিবেশনের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।