সিলেট সংবাদদাতাঃ
সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই ভূকম্পনে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন এবং আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাসহ সিলেটের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীদের মতে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের সময় ঘরে অবস্থানরত অনেকেই হালকা দুলুনির মতো অনুভূতি পান। কয়েকজন জানান, জানালা ও সিলিং ফ্যান কেঁপে ওঠে। কেউ কেউ বলেন, হঠাৎ ঘর দুলে উঠায় তারা প্রথমে বুঝতে পারেননি এটি ভূমিকম্প কিনা। আবার অনেকের ঘুম ভেঙে যায় এবং তারা ভয়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুকে অসংখ্য মানুষ পোস্ট দিয়ে জানান, তারা ভোররাতে ভূকম্পন অনুভব করেছেন। কেউ লিখেছেন, “হঠাৎ করে পুরো ঘর দুলে উঠল।” আবার কেউ মন্তব্য করেন, “ঘুম ভেঙে গেল, মনে হয়েছিল কেউ দরজা নাড়াচ্ছে।” অনেকেই আতঙ্ক প্রকাশের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৭ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার, যার ফলে এটি বাংলাদেশসহ আশপাশের এলাকায় অনুভূত হয়েছে।
ভূতাত্ত্বিকদের মতে, সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতে বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবন নির্মাণে সতর্কতা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন থাকা এবং ভবিষ্যতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো ঝুঁকির খবর পাওয়া যায়নি।