আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের এক নেতা কামরান সাঈদ উসমানী ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো উদ্দেশ্যে নজর দেয় বা হামলা চালায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল শক্তি জবাব দেবে।
উসমানী একটি ভিডিও বার্তায় বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে বা খারাপ অভিপ্রায়ে নজর দেয়, মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং মিসাইল তাদের সাড়া দিতে প্রস্তুত।” তিনি আরও বলেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তা চাপিয়ে দেওয়া হলে পাকিস্তান তা সহ্য করবে না।
তিনি দাবি করেন, পাকিস্তান অতীতে ভারতকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারো এমন কাজ করবে। উসমানী অভিযোগ করেন, ভারত সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশকে বিরক্ত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চালাচ্ছে।
কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাবও দেন। তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান সামরিক জোট গঠন করলে আমরা পারস্পরিক ঘাঁটি স্থাপন করব এবং এতে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হবে।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক জোট হলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণে তা একটি বড় পরিবর্তন হবে। উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর প্রকাশ করেছে।