অনলাইন রিপোর্টারঃ
৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার সংক্রান্ত বিধি সংশোধনের ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র। বিষয়টি জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও স্বস্তির প্রকাশ করেছেন সারাদেশের বিসিএস প্রার্থীরা। বিশেষ করে জনপ্রশাসন কমিশনের (পিএসসি) প্রার্থী সারজিস ইসলাম নিজের ফেসবুক পোস্টে এ খবরটি শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়।
সারজিস তার পোস্টে লিখেছেন, “অবশেষে প্রধান উপদেষ্টার স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র সরকারি গেজেট প্রকাশের অপেক্ষা। আশা করি, এই সংশোধনের মাধ্যমে অনেক যোগ্য প্রার্থী ন্যায্য সুযোগ পাবেন।”
৪৪তম বিসিএসের প্রাথমিক ফলাফল প্রকাশের পর থেকে রিপিট ক্যাডার বিধি নিয়ে প্রার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পূর্ববর্তী নীতিমালা অনুযায়ী, যারা আগে কোনো ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন, তারা পরবর্তী বিসিএসে পুনরায় আবেদন বা মেধা অনুযায়ী নতুন ক্যাডার বেছে নেওয়ার সুযোগ পেতেন না। এতে অনেক যোগ্য প্রার্থী সীমিত সুযোগের কারণে বঞ্চিত হন।
প্রার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনা করে সংশোধিত খসড়া প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠায়। অবশেষে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে এই সংশোধন চূড়ান্ত হলো।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোয় নতুন দিগন্ত খুলে দেবে। এতে শুধু দক্ষ জনবলই নয়, প্রতিযোগিতামূলক পরিবেশও আরও শক্তিশালী হবে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, যারা পূর্বে কোনো ক্যাডারে যোগদান করেছেন কিন্তু নতুন করে আবেদন করে অন্য ক্যাডারে যেতে চান, তারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে তা করতে পারবেন। পিএসসি শিগগিরই সংশ্লিষ্ট গেজেট প্রকাশ করবে বলে জানা গেছে।
এশিয়ানপোস্ট / এফআরজে