স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট বামপন্থি রাজনীতিক, গবেষক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই তথ্য নিশ্চিত করে জানান, সকালবেলা নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন বদরুদ্দীন উমর। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির এক উজ্জ্বল নাম। তিনি শুধু রাজনীতিবিদ নন, একাধারে ছিলেন লেখক, চিন্তাবিদ, সমাজ বিশ্লেষক এবং শিক্ষাবিদ। তাঁর লেখায় ও বক্তব্যে বারবার উঠে এসেছে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা।
শিক্ষা ও পেশাজীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করলেও বদরুদ্দীন উমরের সবচেয়ে বড় অবদান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখানেই সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন এবং উচ্চশিক্ষার জগতে সমাজতাত্ত্বিক ভাবনার জোয়ার বইয়ে দেন।
তাঁর চিন্তা-ভাবনায় ছিল গভীর বিশ্লেষণ ও বাস্তবতার মেলবন্ধন। সমাজতন্ত্র, জাতীয়তা, রাষ্ট্রীয় কাঠামো, এবং ভাষা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে তিনি যেসব বই ও প্রবন্ধ লিখেছেন, তা আজও গবেষকদের জন্য মাইলফলক।
পারিবারিক পরিচয়
১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক অভিজাত ও রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তাঁর বাবা আবুল হাশিম ছিলেন অবিভক্ত বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা একজন গুরুত্বপূর্ণ নেতা।
বাবার রাজনৈতিক ছায়া এবং সমসাময়িক আন্তর্জাতিক বামপন্থি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই বদরুদ্দীন উমর রাজনীতিতে যুক্ত হন, তবে তাঁর রাজনীতি ছিল চিন্তা ও আদর্শভিত্তিক—কখনোই কৌশলী জনপ্রিয়তা বা সুবিধাবাদী লাইন মেনে চলেননি।
বুদ্ধিজীবী হিসেবে অবদান
বদরুদ্দীন উমর মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন, রাজনৈতিক সংকটসহ দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনায় বুদ্ধিজীবী হিসেবে ভূমিকা রেখেছেন। বিশ্লেষক হিসেবে তাঁর বক্তব্য সবসময়ই ছিল স্পষ্ট, যৌক্তিক ও মননশীলতায় ভরপুর। তিনি বিশ্বাস করতেন—প্রগতিশীলতা মানেই শোষণমুক্তি ও সাম্যের লড়াই।
শেষ কথা
একজন বদরুদ্দীন উমর চলে গেলেও তাঁর লেখা, চিন্তা ও সংগ্রাম বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বিদ্রোহী চিন্তার এই সৈনিকের প্রয়াণে বুদ্ধিজীবী সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
এশিয়ানপোস্ট/আরজে