অনলাইন ডেস্কঃ
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত চাপের কারণে ডুবে যায়। উদ্ধারকাজে তিউনিসিয়ার নৌবাহিনী ও স্থানীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো রাতভর কাজ করেছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নৌকায় যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। অনেকে লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে নেমেছিলেন। স্থানীয় অধিবাসীরা উদ্ধারকাজে সহায়তা করেছেন। তবে, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও মানবাধিকার গ্রুপগুলোর মতে, উত্তর আফ্রিকায় অবৈধ অভিবাসনের কারণে নৌকাডুবির ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষ করে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে মানুষ সমুদ্রপথে যাত্রা করে থাকেন। নৌকাগুলো প্রায়শই অতিরিক্ত জনবহুল এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থা বিহীন হয়।
তিউনিসিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের পরিচয় নির্ধারণের কাজ চলছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা সংকটাপন্ন। মানবিক সংগঠনগুলো জরুরি সহায়তার জন্য স্থানীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
বিশ্বব্যাপী অভিবাসন সমস্যার পটভূমিতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। ইউরোপীয় ইউনিয়নও এই সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তবে সাগরপথে নৌকাডুবি থামাতে তৎপরতা এখনও যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপ ছাড়া এ ধরনের মানবিক বিপর্যয় বন্ধ করা কঠিন।
এশিয়ানপোস্ট / এফআরজে