ওমানের রাজধানী মাস্কাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী। গত ২৯ মে মাস্কাটে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আয়োজনে নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
এদিন, বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্যদের সম্মানার্থে মাস্কাটের পাঁচ তারকা হোটেল গোল্ডেন টিউলিপ হেডিংটনে ডিনার পার্টির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান-এর চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম ও মালাবার গোল্ডর প্রতিনিধি মো. ফয়সাল।
এতে স্বাগত বক্তব্য দেন- আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, প্রধান পৃষ্ঠপোষক ইফতেহার হোসেন চৌধুরী এবং সমাপনী বক্তব্য দেন সভাপতি সিআইপি সিরাজুল হক। অনুষ্ঠানে বিভিন্ন প্রবাসী বাংলাদেশিসহ গণ্যমান্য ব্যক্তি, শিল্পী, সাহিত্য-সংস্কৃতি অনুরাগী ও কমিউনিটির সুধীজন উপস্থিত ছিলেন। নজরুলচর্চা, আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনা ও বাহারি খাবারের আয়োজন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমানের পক্ষ থেকে এ আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বৃহত্তর নোয়াখালী উইংস, বৃহত্তর কুমিল্লা উইংস, বৃহত্তর ঢাকা উইংস, বৃহত্তর চট্টগ্রাম উইংস, বৃহত্তর নট বেঙ্গল, বৃহত্তর মহিলা উইংস এর কর্মকর্তারা। বিভিন্ন উইংস এর শ্রম এবং সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান এক্সপোঞ্জার হিসেবে গার্লফ এক্সসেন্সকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এশিয়ান পোস্ট/আরজে