এশিয়ান পোস্ট ডেস্কঃ
চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩০ মে) বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখার বিএনপির নেতা শেখ মাহবুবুর রশীদ। আলোচনা সভায় বক্তব্য দেন মো. হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মো. বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদসহ আরও অনেকে। এ ছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন মো. সাখাওয়াত হোসেন কানন ও মো. আসিফ হক রুপু।
শেখ মাহবুবুর রশীদ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যিনি শুধু স্বাধীনতার ঘোষক নন, বরং এই দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ আমাদের পথ দেখায়। আজকের এই দোয়া মাহফিলে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।
এস এম আল-আমিন বলেন, বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭১ সালে জাতি যখন দিশেহারা ও আশাহত, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। তার সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্বেই মুক্তিযুদ্ধের প্রত্যয় আরও দৃঢ় হয়। তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি এই জাতির গর্ব, আমাদের প্রেরণার চিরন্তন উৎস।
দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এশিয়ান পোস্ট/আরজে