স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ব্যাট-বল দুই বিভাগেই ছিল ইংলিশদের আধিপত্য। প্রথমে ব্যাট করতে নেমে তারা ৪০০ রানের বড় পুঁজি গড়ে। যার বিপরীতে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ২৩৮ রানে জয়ের পথে বেশকিছু রেকর্ড গড়েছে হ্যারি ব্রুকের ইংল্যান্ড।
এই ম্যাচে ইংলিশদের হয়ে প্রথম সাত ব্যাটারই ৩০–এর বেশি রানের ইনিংস খেলেছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেখা গেল এমন কীর্তি। তাদের প্রথম দুই ওপেনারের মধ্যে জেমি স্মিথ ৩৭ ও বেন ডাকেট করেন ৬০ রান। এরপর যথাক্রমে জো রুট ৫৭, হ্যারি ব্রুক ৫৮, জস বাটলার ৩৭, জ্যাকব বেথেল ৮২ এবং উইল জ্যাকস ৩৯ রান করেন। অর্থাৎ, ইংল্যান্ডের স্বীকৃত ব্যাটারদের কেউই ৩০–এর কমে ফেরেননি।
ফলে প্রথমবার কোনো দলের শীর্ষ সাত ব্যাটারই ওয়ানডের একই ইনিংসে ত্রিশোর্ধ রানের অনন্য রেকর্ড গড়লেন। এর আগে একই দলের সর্বোচ্চ ৬ ব্যাটারের ত্রিশোর্ধ রান করার রেকর্ড আছে সাতবার। অবশ্য এই রেকর্ডের হাত ধরেই হয়েছে আরেকটি ইতিহাস। এখন পর্যন্ত ওয়ানডেতে মোট ২৮ বার এক ইনিংসে ৪০০ রানের দেখা মিলেছে। এর মধ্যে কেবল গতকালই কোনো সেঞ্চুরি দেখেনি চারশ পার করা দল। চার ব্যাটারের ফিফটি এবং সাতজন ত্রিশোর্ধ রানের ইনিংস খেললেও ম্যাজিক ফিগার ছোঁয়ার সৌভাগ্য হয়নি কারোরই।
এর আগে ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই সর্বোচ্চ দলীয় রান উঠেছিল ৩৯২। ২০০৭ সালে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের বিপক্ষে ওই কীর্তি গড়ে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে কিংবদন্তি অলরাউন্ডার জ্যাকস ক্যালিস ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮ রানে অপরাজিত ছিলেন। গতকাল ইংল্যান্ড ওয়ানডেতে ষষ্ঠবার চারশ রানের গণ্ডি পেরোয়। এদিক থেকে সবার শীর্ষে প্রোটিয়ারা। তারা ৮ বার ওয়ানডেতে ৪০০ রানের বেশি করেছে। এ ছাড়া ভারত দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার পেরিয়েছে চারশ।
এই ম্যাচ দিয়ে জস বাটলার পরবর্তী নতুন অধিনায়কের অধীনে সাদা বলের ফরম্যাটে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। পূর্ণ মেয়াদে নিজের অভিষেক নেতৃত্বেই বড় জয় পেলেন হ্যারি ব্রুক। ম্যাচটিতে ব্যক্তিগত বিশ্বরেকর্ড গড়েছেন তিনিও। ওয়ানডে ম্যাচে কোনো আউটফিল্ড ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ৫টি ক্যাচ ধরেছেন এই তারকা। যা ইংল্যান্ডের হয়ে যেকোনো ফিল্ডার হিসেবে সর্বোচ্চ। অবশ্য এই বিশ্বরেকর্ডে ব্রুক একা নন। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই পাঁচটি ক্যাচ নিয়ে রেকর্ডটি গড়েছিলেন সর্বকালের সেরা ফিল্ডারদের একজন ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জন্টি রোডস।
এশিয়ান পোস্ট/আরজে