এশিয়ান পোস্ট ডেস্কঃ
কাতারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
কাতারের রাজধানী দোহার বাংলাদেশি অধ্যুষিত নাজমা সুক হারেজ মার্কেটের পাশে বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির অফিস। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হলেন সালেহ আহমেদ ও ইউনুস হোসেন রাজীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, কাতার বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি শাহজাহান সাজু, সিআইপি শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি কাজী মোহাম্মদ শামীম।
এশিয়ান পোস্ট/আরজে