সুরেশ রায়না: চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সুরেশ রায়না এবার আইপিএলে খেলছেন না। দলের সঙ্গে আমিরশাহিতে গেলেও দেশে ফিরে এসেছেন তিনি। আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী রায়না। ১৯৩ ম্যাচে তার সংগ্রহ ৫৩৬৮ রান। তার ওভার বাউন্ডারি ও বাউন্ডারির সংখ্যা কোহলির চেয়ে বেশি। তিনি ১৯৪ ছক্কা ও ৪৯৩ টি বাউন্ডারি হাঁকিয়েছেন। ২০১৩ সালে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি।
রোহিত শর্মা: তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ১৮৮ আইপিএল ম্যাচে একটি শতরান সহ তার সংগ্রহ ৪৮৯৮ রান। রায়নার মতোই তার ওভারবাউন্ডারির সংখ্যা ১৯৪। বাউন্ডারির সংখ্যা ৪৩১।
ডেভিড ওয়ার্নার: বাঁ-হাতি অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রয়েছেন চতুর্থ স্থানে। আইপিএলে ১২৬ ম্যাচে তিনি করেছেন মোট ৪৭০৬ রান। তার গড় ৪৩.১৭। রয়েছে চারটি শতরান। ১৮১ টি ছয় ও ৪৫৮ টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তার হাফসেঞ্চুরির সংখ্যা ৪৪।
শিখর ধাওয়ান: দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ব্যাটসম্যান শিখর ধবন আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ১৫৯ ম্যাচে ৯৬ টি ছয় ও ৫২৪ চারসহ তার মোট রান ৪৫৭৯। হাফসেঞ্চুরির সংখ্যা ৩৭।