লীয় ১৫ রানের ২ লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। দ্রুত ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।
তাদেরকে সেই কাজটি করতে দিলেন না এক ম্যাচ পর দলে ফেরা পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের গুড লেন্থের বল ঠেকাতে গিয়ে ব্যাটের ভেতরের সাইডে কানায় লাগান সামারাবিক্রমা। বলটি সহজেই হাতে জমা করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৫ বলে ১৪ রান করেন ফেরত যান লঙ্কান টপঅর্ডার।