নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিল কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ গত ৮ই জানুয়ারি নির্মমভাবে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতনের প্রতিবাদে প্যাটারসন ইউনিয়ন এভিনিউ বিসমিল্লাহ রেষ্টুরেন্ট এর পার্শ্বে) বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশ প্যাটারসনে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিল ম্যান এর্টলাজ ফরিদ উদ্দিন, প্রবাকষ নিউজার্সির সাধারণ সম্পাদক কমিশনার দেওয়ান বজলু চৌধুরী , প্রসপ্রেক্ট পার্ক সিটির বোর্ড অভ কমিশনার জাবেদ খান , জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি হোসাইন পাঠান বাচ্চু ও সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারেক, সুনামগঞ্জ সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী , নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সদস্য সুজন আহমেদ সাজু , নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারন সম্পাদক বিশ্বজিৎ বাবলু, সদস্য শাহাবুদ্দিন চৌধুরী সহ স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কাউন্সিল ম্যান এর্টলাজ ফরিদ উদ্দিন বলেন প্রবাসীদের এভাবে এয়ারপোর্টে হয়রানি করা হয় তাইলে প্রতিবাদে প্রবাসীদের অনুরোধ করবো বাংলাদেশে যেন প্রবাসীরা রেমিট্যান্স না পাঠায়। প্রবাকষ এর সাধারণ সম্পাদক বলেন প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনৈীতি যেখানে স্বচ্ছল থাকে আর তাদের কে যদি সেখানে হয়রানি নির্যাতন করবেন তাহলে প্রবাসে বাংলাদেশীরা আগামী দিনে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নিউজার্সি ও নিউইয়র্কে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশীকে হয়রানির প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।