অনলাইন রিপোর্টার
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহকে নিজ হাতে চিরনিদ্রায় শায়িত করলেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁর মা খালেদা জিয়াকে কবরে দাফন করা হয়।
মায়ের কবরে নামাজ শেষে তারেক রহমান সবার আগে কবরে নেমে শায়িত করেন বেগম খালেদা জিয়াকে। তার পরই মাটিও দেন তিনি। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতারা এবং পরিবারের সদস্যরা। তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের নারীরা একটু দূরে অবস্থান করে দোয়া ও মাটিতে স্পর্শ করেন।
এর আগে একই দিনে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন কূটনীতিক এবং সর্বস্তরের জনগণ।
দেশজুড়ে শোকের ছায়া নেমেছে খালেদা জিয়ার মৃত্যুর কারণে। তাঁর মৃত্যুতে সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল প্রতীক।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের দোয়া কামনা করছে।
এশিয়ানপোস্ট/ এফআরজে