আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ট্রোনা বিমানবন্দরের কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে সামরিক বাহিনী। সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার আঘাত আশঙ্কাজনক নয়।
নেলিস এয়ারফোর্স বেসের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রশিক্ষণ মিশন চলাকালে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে এফ-১৬সি ফাইটিং ফ্যালকন জেটটি বিধ্বস্ত হয়। ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ট্রোনা নামের আনঅর্গানাইজড এক কমিউনিটির কাছে; যা লস অ্যাঞ্জেলেসের প্রায় ১৮০ মাইল (২৯০ কিলোমিটার) উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত। এর আগে, ২০২২ সালে ট্রোনার কাছে নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়।
বুধবারের দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং অতিরিক্ত তথ্য ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে জানানো হবে বলে বিমানবাহিনী জানিয়েছে।