বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বর্ণিল উৎসবে ২০২৫-কে স্বাগত জানাল বিশ্ববাসী

রিপোর্টার / ৯৮ বার
আপডেটের সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

বর্ণিল উৎসবে ২০২৫-কে স্বাগত জানাল বিশ্ববাসী
আন্তর্জাতিক ডেস্ক
আতশবাজি ও উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৫ সালকে বরণ করে নিল বিশ্ববাসী। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবার আগে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনিতেও আলো ঝলমলে, আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে যে কয়টি দেশ আগে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ড তার মধ্যে অন্যতম। প্রতিবার নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন থাকে দেশটির শহর অকল্যান্ডে। তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে।
নববর্ষকে বরণে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার অপেক্ষায় সেখানে জড়ো হন হাজারও মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। ঠিক ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা মেলে বর্ণিল আতশবাজির ছটা। বর্ষবরণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজে প্রতিবছরের মতোই আয়োজন করা হয় আতশবাজির। বর্ণিল আলোকচ্ছটা উপভোগ করা ছাড়াও একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হাজারও মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন বছর উপলক্ষে এবার ৮ টন পরিমাণ আতশবাজি ফোটানো হয় সিডনিতে। নতুন বছরকে সামনে রেখে সিডনিতেই প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় আয়োজনে আতশবাজি হয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে নতুন বছর উদযাপন করতে যান। নববর্ষ বরণ করেছে জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং ব্রিসবেনবাসীও। জাপান কর্তৃপক্ষের হিসাবে, এ বছর ১৮ বছর বয়সী প্রায় ১১ লাখ নবীণ নতুন বছরকে বরণ করেছে। চীন, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং ও ফিলিপিন্সও বিশ্বের অনেক দেশের আগে নতুন বছরে পা রেখেছে। এদিকে নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের আয়োজন। প্রতিবছরের মতো এবারও সেখানে জোরেশোরে চলছে উৎসবের প্রস্তুতি। কাউন্টডাউনের জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর