আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলেছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আগ্রহী। তবে এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি পরিষ্কার পথ তৈরি করতে হবে বলে তিনি জানান। পাশাপাশি, তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশাও ব্যক্ত করেন।
গতকাল (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে যুবরাজ এই তথ্য দেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। তবে আমরা নিশ্চিত হতে চাই দ্বিরাষ্ট্র সমাধানের স্পষ্ট পথ তৈরি হবে।”
বিন সালমান আরও বলেন, “আমরা দ্বিরাষ্ট্র সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ করব। দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের সঙ্গে আমাদের বেশ ভালো কথাবার্তা হয়েছে।”
এই সময় ট্রাম্প পাশে এসে বলেন, “আমি প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করতে চাই না, তবে আব্রাহাম চুক্তি নিয়ে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা এক রাষ্ট্র ও দ্বিরাষ্ট্র নিয়ে কথা বলেছি। এ নিয়ে আরও আলোচনা হবে।”
যুবরাজ বলেন, “আমরা ইসরায়েলিদের জন্য শান্তি চাই, ফিলিস্তিনিদের জন্য শান্তি চাই। আমরা চাই তারা একসঙ্গে এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল