এশিয়ান পোস্ট ডেস্কঃ
সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় নিহত হয়েছেন। তারা ওমরাহ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে তেলেঙ্গানার একই পরিবারের ১৮ সদস্য রয়েছে, যার ফলে তিন প্রজন্মের এক পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
তেলেঙ্গানার ওই পরিবারের সদস্যরা আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং ৯ শিশু রয়েছে। তাদের বাস মদিনায় ফিরার পথে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় আগুন ধরে পুরোপুরি পুড়ে যায়।
বাসটি তখন রাত ১টা ৩০ মিনিটের দিকে চলছিল। দূর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
পরিবারটির এক আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, “আমার এক দুরসম্পর্কের ভাই, তার স্ত্রী, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরাহ শেষে মদিনায় ফিরছিলেন। দুর্ঘটনা ঘটে বাসটি আগুনে পুড়ে যাওয়ায় তারা সবাই মারা গেছেন।”
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রাজ্য প্রশাসনকে নিহতদের নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন। প্রয়োজনে সৌদিতে তাত্ক্ষণিক সহায়তা পাঠানোর প্রস্তুতিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সৌদি আরবে ওমরাহরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎপর হতে বলা হয়েছে।
এই দুর্ঘটনা আন্তর্জাতিক স্তরে ওমরাহ ও হজ সফরের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। গতকালের ঘটনায় তেলেঙ্গানা রাজ্যবাসী সহ গোটা দেশের মানুষের মধ্যে গভীর শোক এবং উদ্বেগ তৈরি হয়েছে।