ফ্লোরিডার টেম্পায় অনুষ্ঠিত হলো চাটগাঁইয়া মেজবান টেম্পা, ফ্লোরিডায় ঐতিহ্য বাহী চাটগাঁইয়া মেজ্জানর সফলতার পাচ ক্যাপ্টেন সেলিম ,শাহজাহান ,আবছার ,শফি ,রাসু। প্রায় দুই হাজারের অধিক মানুষের উপস্থিতি সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে সমগ্র ফ্লোরিডায় সুন্দর মেজবান আয়োজনের। সুন্দর গোছানো মেজবানে সবাই খাবার পরিবেশনা থেকে শুরু করে কোনো কিছুর অদক্ষতা চোখে পড়েনি।সবাই মেজবানের রান্নার প্রশংসা করেছে। কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া এত সুন্দর অনুষ্ঠান টেম্পা, ফ্লোরিডায় কখনো হয়নি। আয়োজকরা বলেন সামনে এধরণের আরো ভালো কিছু অনুষ্ঠান তারা আয়োজন করবেন।