ভালো শিল্পী, ভালো গান, ভালো শ্রোতা এই তিনটি বিশেষনে কাজে লাগিয়ে নিউইয়র্কে ইভেন্ট অর্গানাইজার সুমনা আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার কুইন্স প্যালেসে আয়োজন করতে যাচ্ছে সুরের ভুবনে শীর্ষক একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। ফাহমিদা নবীর সুনিপুণ কন্ঠে গান সর্বজনে সমাদৃত। তিনি লিজেন্ড শিল্পী মরহুম মাহমুদুন নবীর কন্যা । সঙ্গীত পরিবারে বেড়ে উঠা এই শিল্পী মান সম্পন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগামী ১৭ ডিসেম্বর কুইন্স প্যালেসে সন্ধ্যা ৭ থেকে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠানে র প্রস্তুতি সম্পর্কে সুমনা বলেন তিনি বছরে দুই একটি ভালো মানের অনুষ্ঠান আয়োজন করেন। তিনি মনে করেন এই অনুষ্ঠানে দর্শকরা যেন শুধু গান শুনতে আসবে।আর গান ভালো লাগলে আমন্ত্রিত দর্শকরা খুশি হলে এটাই তার আয়োজনে সার্থকতা আসবে মনে করেন। সুমনা এর আগে গত বছর শিল্পী শুভ্রদেবের একক সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেছিলেন। তিনি সবাই কে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেন।
রিপোর্ট : এশিয়ান ডেক্স