বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে, যতক্ষণ না বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে’ এবং ‘অনুকূল পরিবেশ ফিরে না আসছে’, ততক্ষণ সে দেশে তাদের ভিসা কার্যক্রম কোনোমতেই স্বাভাবিক হবে না।
ভিসা দেওয়ার প্রক্রিয়া কবে নাগাদ স্বাভাবিক হবে- এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো সীমিত আকারে ভিসা দিচ্ছি। চিকিৎসা বা জরুরি কোনো কারণে কারো ভারত আসা দরকার হলে লিমিটেড সংখ্যায় সেই ভিসা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি হয় এবং আমাদের স্বাভাবিক কাজকর্মের উপযুক্ত পরিবেশ যদি ফিরে আসে, তখনই আবারও আমরা আগের মতো ভিসা দিতে পারবো। ভারত যতক্ষণ না মনে করছে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ, ততক্ষণ ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না!
সুত্র নিউজ ২৪