নিউইয়র্কে অক্টোবরের ২৭ তারিখ অনুস্ঠিত হয়েছিলো বাংলাদেশ সোসাইটি ইন্ক নির্বাচন। যেখানে দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভোটের মাঠে। সেলিম আলী পরিষদ বিপুল ভোটে জয়লাভ করেছে সেই নির্বাচনে। এবার নির্বাচনে পরাজিত হয়েও “কৃতজ্ঞতা প্রকাশ ও নৈশভোজ” নামে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল রুহুল জাহিদ পরিষদ প্যানেল। এই প্যানেল মনে করে নির্বাচনে যারা তাদের কে ভোট দেননি এবং যারা ভোট দিয়েছেন তারা সহ সাংবাদিকদের প্রতিও সমানভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজনের মুল উদ্দেশ্য। এবং বাংলাদেশ সোসাইটি বিনির্মাণে রুহুল জাহিদ পরিষদ নতুন কমিটির সাথে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে বর্তমান নির্বাচিত কমিটির সেলিম আলী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক, সহ সভাপতির আগমন অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদ ফুল দিয়ে বরন করে নেন বর্তমান নির্বাচিত কমিটিকে। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় অনুস্ঠানস্থলে।