চট্টগ্রাম সমিতি নর্থ আমেরিকার নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ অনুষ্ঠান সম্পন্ন। ও বিজয়ী সদস্যদের নির্বাচন কমিশনার কতৃক সাটিফিকেট প্রদান। গত ৩রা নভেম্বর শনিবার চট্টগ্রাম সমিতি ব্রুকলিনস্থ নিজস্ব কার্যালয়ের বাইরে কয়েক শতাধিক সদস্যদের সামনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার এবং একজন নোটারী পাবলিকের সামনে গত ২০ অক্টোবর চট্টগ্রাম সমিতি নির্বাচনে বিজয়ী তাহের আরিফ পরিষদের বিজয়ী ৯ সদস্যের শপথ গ্রহণ সস্পন্ন করে নির্বাচন পরিচালনা কমিটি। প্রচুরসংখ্যক সদস্যের উপস্থিতির কারনে চট্টগ্রাম ভবনে ভিতর নিরাপত্তা জনিত কারনে ভবনের বাইরে পুলিশ সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান। পরে নির্বাচন কমিশনার দ্বয় কার্যস্থল ত্যাগ করে।চট্টগ্রাম সমিতির বিরোধমান দুই গ্রুপের কারণে দীর্ঘ ৮ বছর পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এতে তাহের আরিফ পরিষদ কার্যকরি পদের প্রায় সব পদে জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বী মাকসুদ মাসুদ প্যানেল থেকে ১০ টি পদে জয়লাভ করে এবং তারা শপথ গ্রহন থেকে বিরত ছিল।