তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র।।
রং-বেরঙের বেলুন উড়ানো ও সুরের মুর্ছনায় কন্ঠ শিল্পীদের হৃদয় ছোয়া গানে গান সহ নানান জমকালো আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের হলমিছ পার্কে গত রবিবার (৬/২৯/২০২৫ইং) অনুষ্ঠিত হলো বাংলাদেশী প্রবাসী সংগঠন মৌলভীবাজার জেলার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন।
দিনব্যাপী এমন আনন্দ উৎসবে বড়লেখা শুধু নয়,উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন উপজেলার শতশত প্রবাসী নারী-পুরুষ। শিশুদের উপস্থিতি ও তাদের উচ্ছাস ছিল লক্ষ্যণীয়।
সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কামাল পাশা’র যৌথ সঞ্চালনায় এ উৎসবে এসময় বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
একই সময় শিশুদের জন্য দৌড়, মহিলাদের জন্য চৌখ বেধে হাড়ি ভাঙ্গা, বালিশ সহ নানান খেলা অনুষ্ঠিত হয়। এরই ফাঁকে চলে যদি লাইগ্যা যায়, এমন লটারী কুপন বিক্রি।
শেষে লটারী ড্র অনুষ্ঠিত হলে বিজয়ীরা পাজেরো গাড়ী সহ নানান মূল্যবান সামগ্রী পুরস্কার হিসেবে পেয়ে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। প্রাণবন্ত এমন বনভোজনে শতশত প্রবাসী ভূড়ি ভোজে অংশ নেন এবং প্রবাসে থেকে প্রতিক্ষণ ক্লান্তিময় জীবনে একটু শান্তি আর আনন্দময় পরশের ছোয়ায় নিজেদের নানান অনুভূতি অনেকই ব্যক্ত করেন।
এশিয়ান পোস্ট/ আরজে