চট্টগ্রাম ফাউন্ডেশন নিউজার্সির আয়োজনে জমকালো বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত হয়ে গেলো সম্প্রতি। অনুষ্ঠানে নিউজার্সি, নিউইয়র্ক, কানেক্টিকাট, ফিলাডেলফিয়াসহ আশেপাশের কয়েকটি অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী অংশগ্রহন করেন। এছাড়াও নিউজার্সির বিভিন্ন সংগঠন ও সমিতির সদস্যরা অংশগ্রহন করে
অনুষ্ঠানটিকে
প্রাণবন্ত করে তুলেন।
অনুষ্ঠানে প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহ এবং ফার্স্ট লেডী ফারহানা সায়াহ উপস্থিত ছিলেন। প্যাটারসন সিটি কাউন্সিলম্যান এ্যাট লার্জ ফরিদ উদ্দিন, প্রসপেক্ট পার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, কাউন্সিলম্যান আনন্দ শাহ , কমিশনার জেসমিন বেগম, নিয়াজ নাদিম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী হরেক রকম পিঠা পুলির সমিভার উপস্থিত সবাইকে অবাক করে। এছাড়াও সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে রোসা ডান্স গ্রুপ এবং তার্কিশ নৃত্যশিল্পী ইয়াসীর সবাইকে তাক লাগিয়ে দেন। সংগীত পরিবেশন করেন লুবনা, বাংলার গায়েন প্রতিযোগিতার শিল্পী সৌরভ এবং বাংলাদেশের বিখ্যাত বাউল গায়ক কালা মিয়া।