যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের কে! অড জব থেকে বেরিয়ে মূলধারার চাকুরিতে সম্পৃক্ত হতে গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশীদের সংগঠন এবিসিএস কো। যুক্তরাষ্ট্রে বিভিন্ন দপ্তরে প্রায় ৩০০ এইচ আর এ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সংগঠন এটি। আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের সরকারি দপ্তর গুলোতে চাকরির সুবিধা দিন দিন বাড়ছে। তেমনি বাংলাদেশীদের সংগঠন আমেরিকান বাংলাদেশী সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন গঠিত হয়েছে পাঁচ বছর ধরে। প্রতিবছর তারা মিলিত হয় পরিবার পরিজন নিয়ে । গত ১৯ জানুয়ারি “ছন্দিত স্পন্দিত” নামে এক পারিবারিক মিলনমেলার অনুষ্ঠানের আয়োজন করে নিউইর্কের উড সাইড তিবেতান কমিউনিটি সেন্টারে। শুরুতে ই বাংলাদেশী জাতীয় সংগীত। এর পরপরই আমেরিকান সংগীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রোগ্রামস্থল দেখে মনে হওয়ার কোন কারণ নেই যে হলরুমের বাইরে চলছে প্রচন্ড তুষার ঝড় এবং হিমেল হাওয়া। বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়েছে সভা স্থল। অনুষ্ঠানের আয়োজক বৃন্দ মনে করেন বাংলাদেশীদের যুক্তরাষ্ট্রে এসে ছোটখাটো জবে ইনভল্ভ না হয়ে সরকারি দপ্তরগুলোতে চাকুরির চেষ্টা করলে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জীবন অতিবাহিত করা সম্ভব। এবার সভাস্থলে সোসাইটির নেতৃবৃন্দ তাদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এই ধরনের অর্গানাইজেশন শুধুমাত্র কিছু মানুষকে রিপ্রেজেন্ট ছাড়াও একটি দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। তাই এই মিলনমেলায় খোদ হাজির নিউইয়র্ক মেয়র বিশেষ সহকারি এবং উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বাংলাদেশি গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠান শেষে জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত আয়োজনের পাশাপাশি বাচ্চাদের গান নাচের আয়োজন দিয়েছিল বাড়তি আনন্দের খোরাক ।