আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘অল্পস্বল্প’ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল বুধবার ফ্লোরিডার মিয়ামিতে এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। তবে একই সঙ্গে তিনি মামদানির বিজয়কে নেগেটিভ আলোকে দেখিয়ে নিউইয়র্কবাসী তাদের সার্বভৌমত্ব হারিয়েছে মন্তব্য করেন। ট্রাম্প মামদানিকে পরোক্ষভাবে ‘কমিউনিস্ট’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান।
মিয়ামিতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “নিউইয়র্কের জনগণ তাদের সার্বভৌমত্ব হারিয়েছে। আমরা এ ব্যাপারটির যত্ন নেব। দেখা যাক, মামদানি নিউইয়র্ক কেমন চালায়। সম্ভবত তাকে আমরা অল্পস্বল্প সহযোগিতা করব।” তিনি আরো বলেন, “আশঙ্কার বিষয় হলো, আমাদের সবচেয়ে বড় শহরটি শিগগিরই কমিউনিস্ট হয়ে যেতে পারে এবং সেখান থেকে ফ্লোরিডায় লোকজন ঢুকতে শুরু করবে। আমাদের সামনে এখন পরিষ্কার দুটি বিকল্প আছে — কমিউনিজম অথবা কাণ্ডজ্ঞান।”
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের এক বছর পূর্তির দিন উপলক্ষে এই ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে আমাদের অর্থনীতি উদ্ধার করেছি, স্বাধীনতা ফিরিয়ে এনেছি এবং দেশের সুরক্ষা নিশ্চিত করেছি।”
নিউইয়র্কে সাম্প্রতিক মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে জিহোরান মামদানি জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো, যিনি ৪২ শতাংশ ভোট পান। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ৮ শতাংশ ভোট। ট্রাম্প কুওমোর প্রতি সমর্থন জানিয়েছিলেন এবং মামদানির বিরুদ্ধে প্রচারণায় রিপাবলিকান পার্টি আড়াই কোটি ডলার খরচ করেছে বলে জানা গেছে।
ট্রাম্প হুমকি দিয়েছেন, মামদানির জয় হলে নিউইয়র্কে কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দ বন্ধ করে দেওয়া হতে পারে। নিউইয়র্কের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে এবং মামদানির বিরুদ্ধে রিপাবলিকান ও ট্রাম্পের বিরোধিতাও বাড়ছে।